৫ নং সুন্দরপুর ইউনিয়ন পরিচিতি
পরিচিতিঃ ৫ নং সুন্দপুর ইউনিয়ন দিনাজপুর জেলার কাহারোল উপজলার ৬টি ইউনিয়নের মধ্যে ১টি ইউনিয়ন। এই ইউনিয়ন পরিষদ টি জেলা শহর থেকে ২০ কিঃ মিঃ উত্তরে দিনাজপুর ঠাকুরগাও মাহাসড়কের পশ্চিম পার্শ্বে পূর্বমল্লিকপুর গ্রামে ঢেপা নদীর তীরে অবস্থিত এবং উপজলা শহর থেকে ১০ কিঃ মিঃ পূর্ব দিকে।
গ্রামঃ এই ইউনিয়নে মোট ২২ টি গ্রাম আছে ।
আয়তনঃ ১২.৯ বর্গ কিলোমিটার।
লোকসংখ্যাঃ লোকসংখ্যা প্রায় ২৭৪১ জন (২০১১সালের হিসাব অনুযায়ী)।
শিক্ষাপ্রতিষ্ঠানঃ এই ইউনিয়নে মোট ৩০ টি শিক্ষাপ্রতিষ্ঠান আছে। তার মধ্যে কলেজ ২ টি ,হাইস্কুল ৬ টি, দাখিল মাদ্রাসা ২ টি, এবং প্রাইমারীস্কুল১৮টি।
সরকারী প্রতিষ্ঠানঃ ডাকঘর, হাসপাতাল, ভূমি অফিস ও অন্যান্য প্রতিষ্ঠান রয়েছে।
নদীঃ ২ টি ( ঢেপা, আত্রাই)।
ঐতিহাসিক স্থানঃ কান্তজিউ মন্দির।
হাট-বাজারঃ ১ টি হাট (গড়েয়া) এবং ছোট- বড় বেশ কয়েকটি বাজার রয়েছে।
বে-সরকারী অফিসঃ আশা, ব্র্যাক, কারিতাস, একতা সংস্থা, সি .ডি. এ.
বেইস মিতালীর মত আরো বেশ কয়েকটি বে-সরকারী অফিস রয়েছে।
শিল্পকারখানাঃ শিল্পকারখানা বলতে তেমন কোন ভারী শিল্পকারখানা এখানে নেই। তবে ৮০টির মত মিল চাটাল রয়েছ। এই মিল চাটাল গুলোতে প্রায় ১০০০ লোকের কর্ম সংস্থানের সুযোগ রয়েছে।
মন্তব্যঃ ইউনিয়ন টি খুবই সুন্দর।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস